মন্ত্রিসভা ও আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত আব্দুল লতিফ সিদ্দিকীর সংসদ সদস্যপদ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) শুনানির এখতিয়ার চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের খারিজ আদেশের বিরুদ্ধে আপিল আবেদনের শুনানি আগামীকাল রবিবার অনুষ্ঠিত হবে।
শনিবার সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে গিয়ে দেখা যায় মামরাটি আগামীকাল রবিবার সুপ্রিমকোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় শুনানির জন্য ৫ নম্বর আইটেম হিসেবে রাখা হয়েছে।
রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৪ সদস্যের আপিল বেঞ্চ বিষয়টির ওপর শুনানি করবেন।
প্রসঙ্গত, গত ২০ আগস্ট লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদ বিষয়ে ইসি’র শুনানির এখতিয়ার চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দেন বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ। আদেশের পরপরই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন লতিফ সিদ্দিকী।
বিডি-প্রতিদিন/২২ আগস্ট, ২০১৫/মাহবুব