বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে বাড়ি দখল সংক্রান্ত দুর্নীতির মামলার বিচারিক কার্যক্রমের ওপর ৩০ আগস্ট পর্যন্ত স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে এ সময়ের মধ্যে অভিযোগ আমলে নেওয়া বৈধ বলে দেওয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে তাকে আপিল করতে বলা হয়েছে।
রবিবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বধীন ৪ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে মওদুদের পক্ষে তিনি নিজেই শুনানিতে অংশ নেন।
এর আগে, গত ২৩ জুন মওদুদ আহমদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া প্রশ্নে রুল খারিজ করে দিয়ে বিচারিক আদালতে অভিযোগ আমলে নেওয়া বৈধ বলে আদেশ দেন বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ। পরে এ আদেশের বিরুদ্ধে আপিল করেন মওদুদ আহমদ।
প্রসঙ্গত, ২০১৩ সালের ১৭ ডিসেম্বর অবৈধভাবে বাড়ি দখল ও আত্মসাতের অভিযোগে গুলশান থানায় মওদুদ ও তার ভাই মনজুরের বিরুদ্ধে এই মামলা করেন দুর্নীত দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক হারুনুর রশিদ ।
বিডি-প্রতিদিন/২৩ আগস্ট, ২০১৫/মাহবুব