হৃদযন্ত্র ও চোখের চিকিৎসার জন্য ৭ দিনের সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এর আগে, গত মার্চেও চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন তিনি।
রবিবার সকাল সোয়া ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হন।
এ সময় বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, ডিপ্লোম্যাটিক কোরের ডিন রবার্ট গিবসন, তিন বাহিনীর প্রধানসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, লন্ডনের মুরফিল্ডস আই হাসপাতালে চোখের এবং বুপা ক্রমওয়েল হাসপাতালে হৃদযন্ত্রের চিকিৎসা করাবেন আবদুল হামিদ।
৮ দিনের সফর শেষে আগামী ৩১ অগাস্ট রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে বলেও জানান প্রেস সচিব।
বিডি-প্রতিদিন/২৩ আগস্ট, ২০১৫/মাহবুব