অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন, জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিল মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করা হবে। তিনি বলেন, রিভিউ আবেদনে ফাঁসির রায় পুনর্বহালের আরজি জানানো হবে।
আজ রবিবার নিজ কার্যালয়ে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের জানান, রিভিউ করবেন রাষ্ট্রপক্ষ। এ রিভিউ আবেদনে ফাঁসির রায় পুনর্বহাল হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সাঈদীর আপিল মামলার চূড়ান্ত রায়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে তাকে ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড কমিয়ে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এটি এখন পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর্যায়ে রয়েছে। পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে বিচারিক প্রক্রিয়ার চূড়ান্ত ধাপ রিভিউ আবেদন করতে পারবেন রাষ্ট্র ও আসামি-উভয়পক্ষ।
বিডি-প্রতিদিন/ ২৩ আগস্ট, ২০১৫/ রশিদা