বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানকে বারডেম হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে। রবিবার কাশিমপুর কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আনা হয় বিএনপির এ নেতাকে। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তাকে প্রথমে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল রাত ১১টার দিকে বারডেম থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় আমানকে। তিনি বর্তমানে ৭০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
হাসপাতালের আবাসিক চিকিৎসক (মেডিসিন) শ্রী রাজদত্ত জানান, আমান উল্লাহ আমানের মাথা ব্যথা, বুকে ব্যথা রয়েছে। রবিবার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। আজ সোমবার সকাল থেকে অধিকতর চিকিৎসা শুরু হবে।
আমান উল্লাহর ব্যক্তিগত সহকারী এস এম উজ্জল আরো জানান, হৃদরোগ ও ডায়াবেটিকসসহ বিভিন্ন রোগে আক্রান্ত আমান উল্লাহ আমান।
বিডি-প্রতিদিন/ আগস্ট ২৪ ২০১৫/শরীফ