আপিল বিভাগের চূড়ান্ত রায়ের পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন করবেন কি-না সে বিষয়ে এখনও নিজের সিদ্ধান্তের কথা জানাননি মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের সাকা চৌধুরী। তবে আগামী দু’একদিনের মধ্যে জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে কথা বলে তার সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন সাকার কনিষ্ঠ আইনজীবী হুজ্জাতুল ইসলাম আলফেসানি।
শনিবার তিনি বলেন, আশা করি, আগামী দু’একদিনের মধ্যেই আমরা তার সিদ্ধান্ত জানতে পারবো। তবে এর আগে কারা কর্তৃপক্ষের কাছে তার সঙ্গে দেখা করার অনুমতি চেয়ে আবেদন করতে হবে। কারা কর্তৃপক্ষ দেখা করার অনুমতি দিলে তবেই মনোনীত আইনজীবীরা তার সঙ্গে দেখা করতে যাবেন।
হুজ্জাতুল ইসলাম বলেন, এখন পর্যন্ত সাকা চৌধুরীর পরিবারের পক্ষ থেকে দেখা করার বিষয়ে সিদ্ধান্ত আসেনি। ফলে কবে কখন কোন কোন আইনজীবী তার সঙ্গে দেখা করবেন সেটা এখনই বলতে পারছি না।
প্রসঙ্গত, গত ১৬ জুন জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং ২৯ জুলাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড বহাল রেখে চূড়ান্ত রায় দেন আপিল বিভাগ। বুধবার এ দু’জনের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পায়। এরপর গত বৃহস্পতিবার দু’জনকে আপিল বিভাগের রায় অবহিত করে কারাগার কর্তৃপক্ষ। তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যু পরোয়ানাও পড়ে শোনানো হয়।
ফলে ওই দিন থেকে দু’জনই রিভিউ করার জন্য ১৫ দিন সময় পাবেন। শনিবার সকালে মুজাহিদের আইনজীবীরা ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার সঙ্গে দেখা করে এসে জানান, তিনি রিভিউ আবেদন করবেন বলে সিদ্ধান্ত জানিয়ে নির্দেশনা দিয়েছেন। অন্যদিকে, আগামী দু’একদিনের মধ্যে সাকা চৌধুরী রিভিউয়ের সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন তার আইনজীবী।