বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট বলেছেন, 'এই মুহূর্তে আমি বাংলাদেশে নিরাপদ অনুভব করছি।'
ইতালিয়ান নাগরিক তাবেলা সিজার হত্যার পর বাংলাদেশে মার্কিন নাগরিকদের সতর্কভাবে চলাচলের জন্য রেড অ্যালার্ট জারি করে যুক্তরাষ্ট্র। এ সম্পর্কে বার্নিকাট বলেন, ''রাষ্ট্রদূত হিসেবে আমার দায়িত্ব আমার দেশের নাগরিক ও সহকর্মীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করা। তবে রেড অ্যালার্ট দেওয়া মানে এই নয় যে, আমেরিকা থেকে কেউ বাংলাদেশে এসো না কিংবা বসবাস করো না। বিদেশি হত্যার পর সাম্প্রতিক হুমকিতে সবাইকে সতর্ক করতে রেড অ্যালার্ট জারি করা হয়েছিল।''
সোমবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ডিপ্লোমেটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে এক সংবাদ সম্মেলনে বার্নিকাট এ কথা বলেন।
তিনি আরো বলেন, ''সন্ত্রাসীদের কোনো ধর্ম, দেশ নেই। সন্ত্রাসবাদ হলো একটি বৈশ্বিক হুমকি। সুতরাং এই পরিস্থিতি মোকাবিলা করতে আমাদের সকলকে একসঙ্গে কাজ করে যেতে হবে।''
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দুই বিদেশি হত্যাকাণ্ডসহ বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, জোরালো পদক্ষেপ গ্রহণের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তা নিরসন করতে হবে।
বিডি-প্রতিদিন/অক্টোবর ০৫, ২০১৫/ এস আহমেদ