কক্সবাজারের টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক রহমত উল্লা (২০) মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার দেইলপাড়ার আমির আহমদের ছেলে বলে জানিয়েছেন টেকনাফের ৪২ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবদুল হান্নান খান।
সোমবার রাত সাড়ে ৩টার দিকে টেকনাফ সদরের নাফনদী সংলগ্ন এক নম্বর স্লুইসগেট এলাকায় বিজিবির একটি নিয়মিত টহল দলের হাতে রহমত ধরা পড়েন বলে জানান তিনি।