জামালপুরের দেওয়ানগঞ্জে গ্রামবাসীর পেতে রাখা বৈদ্যুতিক সংযোগের ফাঁদে পড়ে ২ বন্য হাতির মৃত্যু হয়েছে।
শনিবার দিবাগত রাতে উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরেরচর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, প্রায় বন্য হাতি উপজেলার পাথরেরচর, মাখনেরচর ও বাঘারচর গ্রামে ঢুকে এলাকায় ব্যাপক ক্ষতি সাধন করে। তাদের আক্রমণ রুখতে শনিবার রাতে বৈদ্যুতিক জেনারেটরের সংযোগ দিয়ে একটি ফাঁদ পাতা হয়। ওই ফাঁদে পড়ে হাতির দুইটির মৃত্যু হয়েছে।
ডাংধরা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ মন্ডল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বন্য হাতির উৎপাতে গ্রামবাসীরা অতিষ্ট হয়ে এ কাজ করেছে।
বিডি-প্রতিদিন/১৮ অক্টোবর, ২০১৫/মাহবুব