ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত স্নাতক সম্মান প্রথম বর্ষের 'গ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ রবিবার দুপুরে ফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। ভর্তি পরীক্ষায় পাসের হার ১৭.৫৬ শতাংশ।
শুক্রবার অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় ৪০ হাজার ৯৫৬ জন ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে পাস করেছে ৭ হাজার ১৯৪ জন। পাসের হার ১৭.৫৬ শতাংশ। ফেল করেছে ৩৩ হাজার ৭৬২ জন পরীক্ষার্থী।
পরীক্ষার্থীরা ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.eis.du.ac.bd) নিজেদের অ্যাকাউন্টে লগইন করে জানতে পারবে। এছাড়া মোবাইলেও ফলাফল জান যাবে। এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে DU লিখে একটি স্পেস দিয়ে GA লিখে আরেকটি স্পেস দিয়ে ভর্তি পরীক্ষার রোল লিখে পাঠাতে হবে ১৬৩২১ নম্বরে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে।
বিডি-প্রতিদিন/১৮ অক্টোবর ২০১৫/শরীফ