মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক সংসদকে জানিয়েছেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা বন্ধে জেলেদের ১ মাস সরকারের ভতুর্কির আওতায় নিয়ে আসার প্রক্রিয়া চরছে। এজন্য চলতি বছর দরিদ্র সকল জেলেকে ৮০ কেজি হারে ৩০ হাজার ৭৫৬ দশমিক ৯৬ মেট্রিক টন চাল এবং পরিবার প্রতি মাসিক এক হাজার টাকা হিসেবে ৩৮ কোটি ৪৪ লাখ ৬২ হাজার টাকা প্রদানের বিষয়টি প্রক্রিয়াধানী রয়েছে। এজন্য দেশে ৩ লাখ ৮৪ হাজার ৪৬২টি পরিবারকে চিহ্নিত করা হয়েছে।
দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে রবিবার প্রশ্নোত্তর পর্বে সামশুল হক চৌধুরীর (চট্টগ্রাম-১২) প্রশ্নের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জেলেদের আর্থিক সহায়তা বৃদ্ধির লক্ষ্যে জাটকা এলাকায় বিগত সময়ের চেয়ে বৃদ্ধি পেয়ে ২৫ জেলার ১১২টি উপজেলায় বিস্তৃত হয়েছে। পাশাপাশি সহায়তাপ্রাপ্ত জাটকা জেলের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। এজন্য ২০১৫-২০১৬ অর্থবছরে ৩ লাখ ৮৪ হাজার ৪৬২ জন জেলেকে পরিবার প্রতি প্রত্যেক মাসে ৮০ কেজি হিসেবে ৫ মাসের জন্য ১ লাখ ৫৩ হাজার ৭৮৪ দশমিক ৮০ মেট্রিক টন খাদ্য সহায়তা এবং পরিবার প্রতি মাসিক ১হাজার টাকা হিসেবে ৫মাসের জন্য ১৯২ কোটি টাকা ২৩ লাখ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।
৪৬ হাজার ২৫৭ মে. টন মাছ রপ্তানী হয়েছে
নজরুল ইসলাম চৌধুরীর (চট্টগ্রাম-১৪) অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চলতি অর্থবছরে ২০১৫-২০১৬ অর্থবছরের (জুলাই ২০১৫ হতে জানুয়ারি ২০১৬ পর্যন্ত ) ৪৬ হাজার ২৫৭ মে. টন মৎস্য ও মৎসপণ্য বিদেশে রপ্তানি করে বাংলাদেশ ৩৩৯ দশমিক ১২ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। তবে বিগত অর্থবছরে ৮৩ হাজার ৫২৪ মেট্রিক টন মৎস্য ও মৎস্যপণ্য রপ্তানিতে সরকারের কোন অর্থ প্রত্যক্ষভাবে ব্যয় হয়নি।
বিডি-প্রতিদিন/ ১৪ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা