পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ সংসদে জানিয়েছেন, ফারাক্কায় গঙ্গার পানি প্রবাহ বৃদ্ধি পেলে বাংলাদেশ বেশি পানি পায়। গত বছরের মে মাসের শুরুতে বাংলাদেশের পানির প্রবাহ ছিল ৩৬ হাজার ২৬৮ কিউসেক এবং মাসের শেষে ছিল ৫১ হাজার ৯১৮ কিউসেক।
দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে রবিবার প্রশ্নোত্তর পর্বে টেবিলে উত্থাপিত আ ফ ম বাহাউদ্দিন নাসিমের (মাদারীপুর-৩) এক প্রশ্নের উত্তরে তিনি সংসদকে এ তথ্য জানান।
মন্ত্রী জানান, ১৯৭২ সালের পানি চুক্তি অনুযায়ী শুষ্ক মৌসুমে (১ জানুয়ারি থেকে ৩১ মে) ১০ দিন ওয়ারী গঙ্গার পানি বন্টনের জন্য চুক্তি রয়েছে। সেই হিসাবে পানির প্রবাহ ৭০ হাজার কিউসেকের কম হলে হলে উভয় দেশ অর্ধেক হারে পানি পায়। ৭০ হাজার থেকে ৭৫ হাজার কিউসেক হলে বাংলাদেশ পায় ৩৫ হাজার কিউসেক এবং অবশিষ্ট প্রবাহ ভারত পায়। আর প্রবাহ ৭৫ হাজার কিউসেকের উপরে হলে ৪০ হাজার কিউসেক ভারত পায় এবং অবশিষ্ট প্রবাহ বাংলাদেশ পায়।
আসিনুল ইসলাম মাহমুদ জানান, চুক্তির শর্তানুযায়ী ১১ মার্চ থেকে ১০ মে উভয় দেশ এ বাধ দিয়ে দশ দিনের অনুক্রমে গ্যারান্টিযুক্তভাবে ৩৫ হাজার কিউসেক পানি পায়। তিনটি দশদিনের অনুক্রমে বাংলাদেশ ৩৫ হাজার কেউসেক পানি পায়। চুক্তি অনুযায়ী প্রতিবছর শুকনো মৌসুমে ফারাক্কায় গঙ্গার পানি বন্টন করা হচ্ছে বলেও তিনি সংসদে উল্রেখ করেন।
মন্ত্রী জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০১১ সালে স্বাক্ষরিত উন্নয়ন সহযোগিতা চুক্তির মাধ্যমে উপ-আঞ্চলিক সহযোগিতার আওতায় গঙ্গার পানি প্রবাহ বৃদ্ধিসহ জলবিদ্যুৎ উন্নয়নে যৌথ প্রকল্প গ্রহনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
বিডি-প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ