রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ সোমবার দুপুর থেকে ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড সুন্দরবন, নির্মাণাধীন পায়রা সমুদ্রবন্দর ও কুয়াকাটায় দু’দিনের সফর শুরু করেছেন। রাষ্ট্রপতি আজ বেলা পৌণে ১২টায় হেলিকপ্টার যোগে সুন্দরবনের হিরণ পয়েন্টে এসে পৌঁছান। রাষ্ট্রপতি এখন প্রাকৃতিকভাবে রাত-দিন ২৪ ঘণ্টায় ৬ বার রূপ বদলানো জীববৈচিত্র্যে ভরপুর পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ এই বনের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দার্য্য উপভোগ করছেন।
রাষ্ট্রপতি বাগেরহাটের পূর্ব ও খুলনার পশ্চিম সুন্দরবন বিভাগের আওতাধীন বিভিন্ন প্রতিবেশ পর্যটন ( ইকো ট্যুরিজম ) এলাকাগুলো দু’ঘণ্টা ধরে ঘুরে দেখবেন। এজন্য সুন্দরবনে নেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যাবস্থা। বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম ও পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।
রাষ্ট্রপতি সুন্দরবন পরিদর্শন শেষে আজ বিকেল ৪টায় হেলিকপ্টার যোগে পটুয়াখালীর নির্মাণাধীন পায়রা সমুদ্র বন্দরে পৌঁছাবেন। পায়রা বন্দর পরিদর্শন শেষে বিকেল সাড়ে ৪টায় সাগরকন্য কুয়াকাটায় পৌঁছাবেন রাষ্ট্রপতি। কুয়াকাটায় পর্যটন হলিডে কমপ্লেক্স হয়ে রাষ্ট্রপতি সন্ধ্যায় সমুদ্র সৈকতে সূর্যাস্তের অপরূপ দৃশ্য অবলোকনের পর মতবিনিময় করবেন রাখাইন সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে। এরপর রাষ্ট্রপতি যোগ দেবেন রাখাইন শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে।
রাতে কুয়াকাটায় পর্যটন হলিডে কমপ্লেক্সের রাত্রিযাপন শেষে মঙ্গলবার ভোরে সমুদ্র সৈকতে গিয়ে সূর্যোদয়ের দৃশ্যসহ দুপুর পর্যন্ত ঘুরে দেখবেন কুয়াকাটার দর্শনীয় স্থানসমুহ। বিকেলে সাড়ে ৩টায় রাষ্ট্রপতি বঙ্গভবনের উদ্দেশ্যে কুয়াকাটা ত্যাগ করবেন।
বাগেরহাটের জেলা প্রশাসক আরও জানান, এই সফরে রাষ্ট্রপতির সঙ্গে তার ৩০ জন সফরসঙ্গী থাকবেন বলে রাষ্ট্রপতির প্রটোকল অফিসার শেখ রাসেল হাসান ফ্যাক্স বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ১৫ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা