পঞ্চগড়ের দেবীগঞ্জে শ্রী শ্রী সন্ত গৌড়ীয় মঠের অধ্যক্ষ যগেশ্বর চন্দ্র রায় ওরফে জগেশ্বর দাসাধিকারী হত্যাকান্ডের ঘটনায় ২ জন আটক হয়েছেন। দেবীগঞ্জ থানায় দায়ের করা এক মামলায় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন খলিলুর রহমান (৪৫) এবং বাবুল (৪০)। তাদের বাড়ি দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের দেবীডুবা গ্রামে।
রবিবার রাত ৯টায় পুরোহিত ও অধ্যক্ষের বড়ভাই রবীন্দ্র চন্দ্র রায় বাদি হয়ে হত্যা মামলাটি দায়ের করেন। এরপরই ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত ও মামলার তদন্তকারী কর্মকর্তা আয়ুব আলী জানান, অধ্যক্ষের বড়ভাই রবীন্দ্র চন্দ্র রায় বাদি হয়ে অজ্ঞাতনামা ৩ জনকে আসামী করে দেবীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন। অস্ত্র মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রাতেই অভিযান চালিয়ে হত্যাকান্ডে জড়িত সন্দেহে দেবীডুবা গ্রাম থেকে খলিলুর রহমান ও বাবুলকে আটক করা হয়েছে। তারা জেএমবি সদস্য বলে ধারণা করছে পুলিশ। অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, রবিবার সকাল সাতটায় গৌড়ীয় মঠে প্রভাতকালীন পূজা প্রস্তুতি চলছিল। এসময় দুর্বৃত্তরা মঠ এলাকায় বেশকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। তখন পুরোহিত যগেশ্বর মন্দিরের তিন পূজারিকে নিয়ে বেরিয়ে এলে দুর্বৃত্তরা অস্ত্র নিয়ে তাদের ওপর আক্রমণ করে। মঠের বাইরে বাড়ির বারান্দায় যগেশ্বরকে চাপাতি দিয়ে তারা গলা কেটে হত্যা করে।
বিডি-প্রতিদিন/২২ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ