পঞ্চগড়ে পুরোহিত হত্যাকে মানবতাবোধশূন্য ও বিকৃত পশুপ্রবৃত্তি অভিহিত করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, এই ঘটনা অশুভ আগামীর ইঙ্গিত বহন করে।
মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি আরও বলেন, ইতালীয় নাগরিক তাভেল্লা সিজার হত্যাকাণ্ড থেকে শুরু হয়ে এই নিষ্ঠুরতম বর্বর পরিকল্পনার যাত্রা গত পরশু পঞ্চগড় জেলাধীন দেবীগঞ্জে গিয়ে পৌঁছেছে।
তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ের এসব হত্যাকাণ্ডের মধ্যে যেমন বিদেশি নাগরিক আছেন, তেমনি আছেন দেশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ও ধর্মাচার্য, ব্লগার, প্রকাশকসহ বেশকিছু মানুষ। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে-আমরা যেন জাতির গোরস্থানের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি। এই চূড়ান্ত দুঃসময়ে জনমনে একটা প্রশ্ন জেগে উঠছে, সরকার কী করছে?’
দেশের বিভিন্ন স্থানে এসব হত্যাকাণ্ডে জনগণ শঙ্কিত দাবি করে বিএনপি নেত্রী বলেন, ‘জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী একটি সংস্থা দেশে সাম্প্রতিক নৃশংস ঘটনাগুলোতে একটি জঙ্গি সংগঠনের দায় স্বীকারের বার্তার বিষয়ে বারবার উল্লেখ করলেও সরকার সেটিকে পাত্তা দেয়নি। সরকার এখন দেশবাসী ও আন্তর্জাতিক সম্প্রদায়কে বারবার বোঝানোর চেষ্টা করছে যে, বাংলাদেশে কোনো জঙ্গি নেই। এটি মিথ্যাবাদী রাখালের চিৎকারের চারিত্র্যলক্ষণ। সত্যি সত্যি হিংস্র নেকড়ে এসে পড়েছে কিনা, তা নিয়ে জনগণের মধ্যে গভীর আশঙ্কা তৈরি হয়েছে।’
বেগম জিয়া বলেন, ‘কয়েক মাস ধরে একের পর এক হত্যাকাণ্ডের বিষয়ে সরকার নির্বিকার, হত্যাকাণ্ডের কোনো সুরাহাই সরকার করতে পারেনি। এই সমস্ত মধ্যযুগীয় রক্তপাত থামাতে ভোটারবিহীন সরকারের কোনো উদ্যোগ নেই। প্রাণবিনাশী আক্রমণ প্রতিহত করে প্রকৃত দুস্কৃতকারীদের ধরা তো দূরে থাক উল্টো ঘটনা ঘটার সাথে সাথেই বিএনপিসহ বিরোধী দলের ওপর দোষ চাপানো এবং নেতাকর্মীদের নামে ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ এনে মামলায় জড়ানো হচ্ছে।’
বিএনপি সরকারের আমলেই জঙ্গি নির্মূলে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল উল্লেখ করে খালেদা জিয়া বলেন, ‘আওয়ামী লীগ প্রধান ও তার নেতারা বিএনপিকে জড়িয়ে বাংলাদেশে জঙ্গির অস্তিত্বের কথা দেশ-বিদেশে বিভিন্ন ফোরামে বক্তব্য রেখেছেন। শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্যই আলট্রা প্রোপাগান্ডা চালিয়ে আসছেন তারা। অথচ বিএনপির আমলেই দ্রুত তৎপরতার মাধ্যমে জঙ্গিদেরকে ধরে শাস্তির ব্যবস্থা করা হয়েছিল।’
পঞ্চগড়ে হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র ক্ষোভ, ধিক্কার ও নিন্দা জানিয়ে বিএনপি চেয়ারপার্সন নিহত পুরোহিত যগ্বেশ্বর রায়ের আত্মার শান্তি কামনা করেন এবং অবিলম্বে হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। একইসঙ্গে তিনি মন্দিরের আহত পূজারীদের সুস্থতা কামনা করেন।
বিডি-প্রতিদিন/২৩ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব