আজ ৩০ আগস্ট, বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক গুম বিরোধী দিবস। সারা পৃথিবীতে নিখোঁজ হয়ে যাওয়া মানুষদের স্মরণে এবং গুমের বিরুদ্ধে সচেতনতনতা গড়ে তুলতে ২০১০ সালে দিবসটি পালনের ঘোষণা দেয় জাতিসংঘ। এরপর ২০১১ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে।
এদিকে, ‘ইন্টারন্যাশনাল কোয়ালিশন অ্যাগেইনস্ট এনফোর্সড ডিজঅ্যাপিয়ারেন্স’ নামে একটা আন্তর্জাতিক সংস্থার বরাত দিয়ে বিবিসি বাংলা বলছে, চলতি বছরে জুলাই মাস পর্যন্ত বাংলাদেশে ৫২ জন মানুষ নিখোঁজ বা গুমের শিকার হয়েছে। এদের মধ্যে ৭ জনের মৃতদেহ পাওয়া গেছে। ৩৩ জনকে পরবর্তীতে পাওয়া গেছে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে। তবে, ১২ জনের খবর পাওয়া যায়নি।
আন্তর্জাতিক গুম বিরোধী দিবস উপলক্ষ্যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব সলিল শেঠি বলেন, ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিশ্বব্যাপী হাজার হাজার গুমের ঘটনার বিরুদ্ধে প্রচারণা চালিয়েছে। এই দিনে বিশ্বব্যাপী আমাদের প্রতি লাখ লাখ মানুষের সমর্থন নৃশংস গুম করা বন্ধ করতে সরকারগুলোর ওপর চাপ প্রয়োগ করবে।’
প্রতি বছর গুম দিবসে জাতিসংঘ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো সচেতনতা গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে। গুম একটি অপরাধ এবং সংঘাতময় পরিস্থিতিতে গুমকে যেন হাতিয়ার হিসেবে ব্যবহার না করা হয় সে ব্যাপারে সচেতনতা গড়ে তোলার চেষ্টা করা হয়। অনেক মানবাধিকারকর্মী গণমাধ্যমে কিংবা কোনও জনসমাবেশে অংশ নিয়ে এ ব্যাপারে নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতা বিনিময় করেন। কোনও মানুষের গুমের শিকার হওয়া এবং এর প্রেক্ষিতে তার পরিবারের ওপর যে প্রভাব পড়ে তার সব কিছু নিয়ে আলোচনা করা হয়ে থাকে।
বিডি-প্রতিদিন/৩০ আগস্ট, ২০১৬/মাহবুব