বিচারক নিয়োগ, পদোন্নতি ও বদলির ক্ষমতা সংক্রান্ত সংবিধানের দুটি অনুচ্ছেদে দুই দফায় আনা সংশোধনী চ্যালেঞ্জ করে আদালতে রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূস আলী আকন্দ। আজ বৃহস্পতিবার সকালে রিট আবেদনটি করেন তিনি।
রিট আবেদনে আইনসচিব, মন্ত্রিপরিষদ সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারসহ চারজনকে বিবাদী করা হয়েছে।
গত ১ নভেম্বর বিচার বিভাগ পৃথককরণ দিবস উপলক্ষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা একটি বাণী দিয়েছেন। বাণীতে তিনি উল্লেখ করেন, 'সংবিধানের ১১৬ অনুচ্ছেদের কারণে দেশে বিচার বিভাগে দ্বৈত শাসন চলছে। এতে করে বিচার বিভাগের কার্যে বিঘ্ন ঘটছে।
আইনজীবী ইউনূস আলী বলেন, 'আগামী রোববার রিট আবেদনটি শুনানির জন্য আদালতে উপস্থাপন করা হবে।
বিডি প্রতিদিন/ ০৩ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১৮