বাংলাদেশের চার বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া দফতর। মধ্য আন্দামান সাগর এবং তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি গতকাল বুধবার নিম্নচাপে পরিণত হয়, আজও এটি নিম্নচাপ অবস্থায় ছিল।
আবহাওয়া দফতর বলছে, নিম্নচাপটি আরো শক্তিশালী হতে পারে এবং এটা অগ্রসর হচ্ছে উত্তর-পশ্চিম দিকে।
অবশ্য নিম্নচাপটি বাংলাদেশের উপকূল থেকে অনেক দুরে রয়েছে। ঝড় হলে এটি বাংলাদেশ উপকূল স্পর্শ করবে কিনা তা স্পষ্ট করে বলার সময় আসেনি। তবে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে এ ঝড়টিও হয়তো ভারতের অন্ধ্র ও তামিলনাড়ু উপকূলে আঘাত হানতে পারে।
নিম্নচাপটি ঝড় হলে এর নাম হবে ‘নাদা’। এটি ওমানের দেয়া নাম। আরবিতে এর অর্থ শিশির বিন্দু।
আন্তর্জাতিক আবহাওয়া কেন্দ্রগুলো বলছে, প্রক্রিয়াটি ইতোমধ্যে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং আগামী রোববারের মধ্যে এটা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এর প্রভাবে বৃষ্টি হতে পারে দেশব্যাপী বিশেষ করে উপকূলীয় অঞ্চলে।
বিডি-প্রতিদিন/ ০৩ নভেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন