দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে ব্যাখ্যা চেয়েছেন, বেসরকারি মোবাইল ফোন অপারেটর সিটিসেলের তরঙ্গ এখনো কেন খুলে দেয়া হয়নি। আজ সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বেঞ্চ দুপুরের মধ্যেই বিটিআরসিকে এ ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
জানা যায়, আগামী ১৯ নভেম্বরের মধ্যে বিটিআরসির মোট পাওনার মধ্যে ১০০ কোটি টাকা পরিশোধ করতে সিটিসেলকে গত বৃহস্পতিবার নির্দেশ দিয়েছিল আপিল বিভাগ। একই সঙ্গে বন্ধ সিটিসেল অবিলম্বে খুলে দিতে বিটিআরসিকেও নির্দেশ দেন সুপ্রিম কোর্ট। তবে গত ২০ অক্টোবর প্রায় ৪৭৭ কোটি টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় বিটিআরসি সিটিসেলের তরঙ্গ বন্ধ করে দেয়।
শুনানির পরই সর্বচ্চো আদালতের আদেশের ব্যাপারে বিস্তারিত জানা যাবে বলে জানান সিটিসেলের আইনজীবী মুস্তাফিজুর রহমান।
বিডি প্রতিদিন/এ মজুমদার