ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের উপর হামলায় ভারতের উদ্বেগ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জানাতে হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলাকে নির্দেশ দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। খবর বিডিনিউজের।
রবিবার বিকালে এক টুইটে সুষমা বলেন, আমি ঢাকায় ভারতীয় হাই কমিশনারকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে বলেছি এবং আমাদের গভীর উদ্বেগের কথা জানাতে বলেছি।
প্রসঙ্গত, গত ৩০ অক্টোবর ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর পোস্ট দেয়ার অভিযোগ তুলে হিন্দু ধর্মালম্বীদের বেশ কয়েকটি মন্দির ও শতাধিক ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। মন্দির ও ঘরবাড়িতে ভাঙচুর-লুটপাটের ঘটনার রেশ কাটতে না কাটতেই শুক্রবার (৪ নভেম্বর) আবার নাসিরনগরের হিন্দু ধর্মালম্বীদের পাঁচটি বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।
বিডি-প্রতিদিন/ ০৬ নভেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন