খুব শিগগির ডোনাল্ড ট্রাম্প ও হিলারি ক্লিনটনের মধ্য থেকে আমেরিকার নতুন নেতা নির্বাচন করবে দেশটির জনগণ। এখন চলছে পুরোদমে ভোটগ্রহণ। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ আমেরিকার এই সরকার পরিবর্তন নিয়ে দোলাচলে রয়েছে বিশ্বের বাকি দেশগুলো। সরকার বদল হওয়ার পর কেমন হবে দেশটির সঙ্গে সম্পর্ক, তাই নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়।
তবে ঢাকায় নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট বলেছেন, অামেরিকার সরকার পরিবর্তন হলেও বাংলাদেশের সঙ্গে দেশটির সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। আমেরিকার ক্ষমতায় কে আসলো, না আসলো তাতে পররাষ্ট্রনীতিতে কোনো পার্থক্য পড়ে না।
সোমবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বার্নিকাট।
বিডি প্রতিদিন/৭ নভেম্বর, ২০১৬/ফারজানা