বঙ্গবন্ধুর খুনিকে ফেরত দিতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এবং ছেলে সজীব ওয়াজেদ জয়। খবর বিডিনিউজের।
যুক্তরাষ্ট্র প্রবাসী জয় সোমবার নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত ‘আমার নানার খুনিকে অবশ্যই ফেরত পাঠাতে হবে যুক্তরাষ্ট্রকে’ নিবন্ধে এই আহ্বান জানান।
বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে রয়েছেন। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার বিভিন্ন সময় রাশেদ চৌধুরীকে ফেরত পেতে উদ্যোগী হলেও তাতে কোনো ফল এখনও আসেনি।
বঙ্গবন্ধুর নাতি জয় লিখেছেন, “আমার পরিবারের একজন খুনি, রাশেদ চৌধুরী, মুক্তভাবে যুক্তরাষ্ট্রে রয়েছে। বাংলাদেশ সরকারের চেষ্টা সত্ত্বেও তিনি এখানে প্রকাশ্যে রয়েছেন। যুক্তরাষ্ট্র সরকারকে অবশ্যই তাকে আশ্রয় দেওয়া বন্ধ করতে হবে।”
বিডি-প্রতিদিন/ ০৭ নভেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন