খিলগাঁওয়ে র্যাবের চেকপোস্টে 'হামলাকারী' সন্দেহে র্যাবের গুলিতে নিহত যুবকের লাশের পাশেও আশকোনার হামলাকারীর মতো একটি ব্যাগ পড়ে থাকতে দেখা গেছে। হামলাকারীর দেহে বিস্ফোরক বাঁধা রয়েছে বলেও র্যাব সূত্রে জানা গেছে। র্যাবের বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কমকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। ঘটনাস্থলের আশেপাশে ঘিরে রেখেছেন তারা।
র্যাব-৩-এর সিও লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ গণমাধ্যমকে একথা জানিয়েছেন। তিনি বলেন, ‘হামলাকারীর বডির সঙ্গে বিস্ফোরক রয়েছে। তা নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে। আমাদের বোম ডিসপোজাল টিম কাজ করছে। ’
এর আগে শনিবার ভোররাত সাড়ে ৪টার দিকে খিলগাঁওয়ের শেখের জায়গা এলাকায় র্যাবের চেকপোস্টে অজ্ঞাত ওই যুবক হামলার চেষ্টা চালায় বলে র্যাব দাবি করে। পরে র্যাবের গুলিতে নিহত হয় ওই যুবক। এ ঘটনায় দুই র্যাব সদস্যও আহত হয়েছেন। তাদের মুগদা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি প্রতিদিন/১৮ মার্চ ২০১৭/হিমেল