ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের (ইউপি) চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলা আগামী ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া এ মামলার প্রধান আসামি বিএনপি নেতা মাহতাব উদ্দিন মিনার চৌধুরীর জামিন বাতিল করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) নেতৃত্বাধানী আপিল বিভাগের বেঞ্চ এ নির্দেশ দিন।
বিডি প্রতিদিন/১৯ মার্চ ২০১৭/হিমেল