ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (আইটেক) প্রোগ্রাম ও ইন্ডিয়ান কাউন্সিল অব কালচারাল রিলেশনস (আইসিসিআর) দিবস পালন করতে যাচ্ছে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন। এ উপলক্ষে সোমবার (২০ মার্চ) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত কাকরাইলের আইডিইবি ভবনের মুক্তিযোদ্ধা মেমোরিয়াল হলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
আইটেক ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়, যা উন্নয়নশীল দেশগুলোকে ভারতের উন্নয়ন অভিজ্ঞতা এবং সঠিক প্রযুক্তির সুবিধা দিচ্ছে। প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে যেমন-হিসাব, নিরীক্ষা, ব্যবস্থাপনা, এসএমই, গ্রামীণ উন্নয়ন, সংসদীয় বিষয়াবলী ইত্যাদি প্রশিক্ষণ কোর্সের জন্য ১৬১টি সহযোগী দেশে ১০ হাজারেরও বেশী প্রশিক্ষণ পর্বের আয়োজন করা হয়।
২০০৭ সাল থেকে আইটেক প্রোগ্রামের আওতায় ভারতে ২ হাজার ৬শ’ এরও বেশি তরুণ বাংলাদেশি পেশাজীবী স্বল্প ও মাঝারি মেয়াদে বিশেষ কোর্সে অংশ নেন।১৯৭২ সাল থেকে ভারত সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর)-এর মাধ্যমে শিক্ষাবৃত্তি দিয়ে আসছে। চিকিৎসা শাস্ত্র ব্যতীত শিক্ষার সব শাখায় সব পর্যায়ে (স্নাতক থেকে পিএইচডি পর্যন্ত) আইসিসিআর শিক্ষাবৃত্তি দেওয়া হয়ে থাকে। এ পর্যন্ত ৩ হাজারেরও বেশী মেধাবী বাংলাদেশি শিক্ষার্থীকে ভারতে অধ্যয়নের জন্য আইসিসিআর শিক্ষাবৃত্তি দেয়া হয়েছে। এরা সবাই বাংলাদেশ এবং দেশের বাইরে স্ব-স্ব ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত হয়েছেন।
গণ্যমান্য অতিথিদের পাশাপাশি সর্বস্তর থেকে প্রায় ৫০০ জন প্রাক্তণ আইটেক ও আইসিসিআর শিক্ষার্থী ২০ মার্চের আইটেক ও আইসিসিআর দিবসে অংশগ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে।
দিবসটি উদযাপন উপলক্ষে প্রাক্তণ আইসিসিআর শিক্ষার্থীরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশন করবেন। এতে লোকসংগীত পরিবেশন করবেন মনিরা ইসলাম পাপ্পু, রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন স্বনামধন্য শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, ‘অনামিকা সাগরকন্যা’ শীর্ষক নৃত্যনাট্য পরিবেশন করবেন পুজা সেনগুপ্ত ও তার দল তুরঙ্গমি ডান্স রিপার্টরি থিয়েটার।