নব্য জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আট সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
কুমিল্লা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে গণমাধ্যমে পাঠানো র্যাবের এক খুদে বার্তায় জানানো হয়েছে। তবে গ্রেফতারকৃতদের নাম জানায়নি র্যাব।
খুদে বার্তায় দাবি করা হয়, গ্রেফতারকৃতরা সারোয়ার-তামিম গ্রুপের সক্রিয় সদস্য। তাদের কাছ থেকে বিস্ফোরক ও জঙ্গিবাদী বই উদ্ধার করা হয়েছে।
আজ সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র্যাব।
বিডি-প্রতিদিন/এস আহমেদ