তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, শ্রমিকবান্ধব রাজনীতি, শ্রমিকবান্ধব অর্থনীতিই কেবল মাত্র বৈষম্যহীন সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে পারে। শ্রমিক শ্রেণি মানব সভ্যতার বিকাশ ও অগ্রযাত্রার মূল চালিকা শক্তি ও কারিগর। তাদের অবদান ও অধিকার অস্বীকার করে সমাজ এগুতে পারে না। আজ মহান মে দিবস উপলক্ষে রাজধানীর জিপিও’র সামনে বঙ্গবন্ধু এভিনিউতে ‘জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ’ আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, প্রাতিষ্ঠানিক খাতের বাইরে অপ্রাতিষ্ঠানিক খাতের সকল শ্রমিককে শ্রমিক হিসেবে স্বীকৃতি ও আইনসম্মত অধিকার দিতে হবে। শ্রমিক ঐক্য ও ট্রেড ইউনিয়ন শুধু শ্রমিক স্বার্থের পাহারাদার না, সুস্থ্য শিল্প সম্পর্কেরও গ্যারান্টি।
সমাবেশে জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, সহ-সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা প্রমূখ বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন শ্রমিক জোটের সভাপতি শিরীন আখতার এমপি।
বিডি প্রতিদিন/এ মজুমদার