কাল বৈশাখীর ঝড়ের কারণে ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়া খুবই খারাপ। আর দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সোমবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট ওঠা-নামা বন্ধ রয়েছে।
রাত ৮টার দিকে হঠাৎ শুরু হওয়া বৃষ্টি ও কাল বৈশাখীর ঝড়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়। এসময় বেশ কয়েকটি ফ্লাইট আকাশে ঘন্টাখানিকেরও বেশি সময় অপেক্ষা করে অবতরণ না করতে পেরে ফিরে যায়।
বিমানের অপারেশন বিভাগ সূত্রে জানা গেছে, অবতরণ করতে না পারা ফ্লাইটগুলো হল- ফ্লাই দুবাই এফজেড- ৫৮৫, এয়ার এরাবিয়াজি-৯৫১৫, পিজি ৭৪৫ এবং এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই -২৩৫ বিমানটি কলকাতা ফিরে গেছে। এছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এসময় কোনো বিমান উড্ডয়ন করেনি।
বিডি প্রতিদিন/ ১ মে, ২০১৭/ ই জাহান