সাংবাদিক আবদুল হাকিম শিমুল হত্যাকাণ্ডের অন্যতম প্রধান আসামি উপজেলা আওয়ামী লীগ নেতাকে এম নাসির উদ্দিনের হাইকোর্টের দেওয়া জামিন ৮ সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার সকালে আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী জামিন স্থগিতের এ আদেশ দেন।
গত ১৩ এপ্রিল উচ্চ আদালত থেকে মিস কেসের (যার নং-১৩৮১৮/২০১৭) মাধ্যমে কেএম নাসির ৬ মাসের জন্য জামিন লাভ করেন। বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি রাজিক-আল-জলিল তার জামিন মঞ্জুর করেন।
ওই জামিন আদেশ শাহজাদপুর আমলি আদালতে জমা দেওয়ার পর বিচারক তার জামিন মঞ্জুর করেন। পরে জেলা কারাগারে দাখিলও করা হয়। তবে কাস্টডি ওয়ারেন্টের তথ্যের সঙ্গে জামিনের আদেশপত্রের তথ্যে কিছুটা গরমিল থাকায় জামিন আদেশপত্রটি সংশোধনের জন্য তার আইনজীবীর মাধ্যমে ফেরত দেওয়া হয়। পরে ৩০ এপ্রিল রাষ্ট্রপক্ষ জামিন স্থগিত চেয়ে আপিল করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা, সহকারী অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ, কাজী মোহাম্মদ মাহমুদুল করিম রতন ও মো. ইউনুস আলী।
উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয় মাহমুদকে মারধর করার জের ধরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ হয়। সে সময় পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ঘটনায় নিহত সাংবাদিকের স্ত্রী নুরুননাহার খাতুন বাদী হয়ে পৌরমেয়র হালিমুল হকসহ ১৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করে শাহজাদপুর থানায় মামলা করেন।
বিডি প্রতিদিন/ ০২ মে ২০১৭/আরাফাত