বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ নয়জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন গাজীপুরের একটি আদালত। মঙ্গলবার বেলা ১২টার দিকে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় এ আদেশ দেন অতিরিক্ত জেলা দায়রা জজ ফজলে এলাহী।
গাজীপুর আদালতের পরিদর্শক রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন ব্যবসায়ী লুৎফর রহমান বাদল, মঞ্জুরুল হক রনি। রনি গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আবদুল মান্নানের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, দেশ বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে ২০১৫ সালে জয়দেবপুর থানায় এ মামলাটি হয়েছিল।
বিডি প্রতিদিন/ ০২ মে ২০১৭/আরাফাত