সরকার ও বিরোধী দলের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দশম জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশন শুরু হয়েছে। চলবে আগামী ৯ মে পর্যন্ত। সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, মোঃ ফজলে রাব্বী মিয়া, রাশেদ খান মেনন, চীফ হুইপ আ.স.ম.ফিরোজ, মইন উদ্দীন খান বাদল এবং আইনমন্ত্রী আনিসুল হক বৈঠকে অংশগ্রহণ করেন।
সভাপতিমণ্ডলী
পরে বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। সভার শুরুতে
স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদে সভাপতিত্ব করার জন্য প্যানেল স্পিকার বা সংসদের সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেওয়া হয়। এর মধ্যে রয়েছেন তাজুল ইসলাম, তালুকদার মোহাম্মদ ইউনুস, নজরুল ইসলাম, ফখরুল ইমাম ও সফুরা বেগম।
শোক প্রস্তাব
এরপর সাবেক প্রতিমন্ত্রী নূরুল হুদা, সাবেক এমপি কর্নেল (অব.) এ এ মারুফ সাকলান, ধীরেন্দ্র নাথ সাহা, কে, এম আবদুল খালেক চন্টু, কাজী এনায়ার হোসেন, এহসান আলী খান ও আহসান আহমেদ-এর মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এছাড়া আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি মাহফুজুল বারী, সাবেক পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস, ভাষা সৈনিক খাজা জহিরুল হক, কবি ও সাংবাদিক সিদ্দিক আহমেদ, ডেইলি সানের সম্পাদক আমির হোসেন, সংগীত শিল্পী লাকী আখন্দ, সংগীত পরিচালক কুটি মনসুর ও অভিনেতা মিজু আহমেদ এর মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়।
বিডি-প্রতিদিন/০২ মে, ২০১৭/মাহবুব