রোজার সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।
দুপুরে দলটির ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রোজার সময় ইফতার কিংবা সেহরির সময় হঠাৎ করেই বিদ্যুৎ চলে যায়। যার ফলে জনগণের দুর্ভোগ বেড়ে যায় বহুগুণে। তাই রমজান মাসে বিশেষ করে সেহরি, ইফতার ও তারাবির নামাযের সময় যেন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ থাকে সে বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের লক্ষ্য রাখতে হবে। এছাড়া, এসময় দ্রব্যমূল্য যেন সহনীয় পর্যায়ে থাকে সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
বিডি-প্রতিদিন/২২ মে, ২০১৭/ওয়াসিফ