বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশে কোনো পণ্যের ঘাটতি নেই। সরবরাহও পর্যাপ্ত রয়েছে। ফলে রমজানে পণ্যের দাম প্রশ্নই ওঠে না। কিন্তু ব্যবসায়ীরা রোজাকে তাদের ব্যবসার কেন্দ্র তৈরি করেছে। আমি গ্যারন্টি দিয়ে বলতে পারি রোজায় ভোগ্যপণ্যের দাম বাড়বে না।'
আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এক্ষেত্রে ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা খেয়াল করার আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বিডি প্রতিদিন/২৩ মে ২০১৭/এনায়েত করিম