জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ শুনানির নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১ জুন।
মঙ্গলবার খালেদা জিয়ার পক্ষে আদালতে তার আইনজীবীরা সময় আবেদন করলে ঢাকার বিশেষ জজ ৫ এর বিচারক আখতারুজ্জামান আজ এই দিন ধার্য করে দেন।
এর আগে মামলাটি ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে বিচারাধীন ছিল। পরে খালেদা জিয়ার এক আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতের নির্দেশে মামলাটি ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতে বদলি করা হয়। আজ এ মামলার শুনানির দিন ধার্য ছিল।
২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আসামি হলেন খালেদা জিয়া, তার বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ছয়জন।