কক্সবাজারের কুতুবদিয়া উপকূলে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে শুক্রবার ভোর ৪টার দিকে একটি লাইটারেজ জাহাজডুবির ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন কোস্টগার্ডের কুতুবদিয়া কন্টিনজেন্ট কমান্ডার মো. সাইফুল আবছার।
এ ব্যাপারে তিনি বলেন, কুতুবদিয়া লাইট হাউজ থেকে সাত নটিক্যাল মাইল ভেতরে এ দুর্ঘটনা ঘটে। জাহাজটি পুরোপুরি ডুবে গেছে। স্থানীয় জেলেরা সাগর থেকে ১৩ নাবিককে উদ্ধার করে। পরে কোস্টগার্ডের সদস্যরা গিয়ে তাদের কুতুবদিয়া কোস্টগার্ড স্টেশনে নিয়ে আসে বলে জানান তিনি।
তবে জাহাজটি কোথা থেকে কোথায় যাচ্ছিল বা এতে কোনো মালপত্র ছিল কিনা সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
বিডি-প্রতিদিন/১৬ জুন, ২০১৭/ওয়াসিফ