সুইডেনের রাজধানী স্টকহোমের সিটি কনফারেন্স সেন্টারে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইউরোপ আওয়ামী লীগের উদ্যোগে প্রবাসীদের পক্ষ থেকে শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়া হয়। কনফারেন্স সেন্টারে আগে থেকেই জমায়েত ছিলেন প্রবাসী বাংলাদেশিরা।
শেখ হাসিনা অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পরই উপস্থিত প্রবাসীরা হাততালি দেয়া শুরু করেন। পরে প্রধানমন্ত্রী নিরাপত্তা ব্যবস্থার তোয়াক্কা না করেই প্রবাসীদের দিকে ছুটে যান এবং তাদের সঙ্গে কুশল বিনিমিয় করেন। পুরো দৃশ্যটি ক্যামেরাবন্দী করেন এক ব্যক্তি। পরে সেটি ইউটিউবে ছাড়া হয়েছে।
তিন দিনের সরকারি সফর শেষে শনিবার সকাল সোয়া ৯টার দিকে সুইডেন থেকে দেশে ফিরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শুক্রবার দুপুরে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে স্টকহোমের আরল্যান্ডা বিমানবন্দর থেকে লন্ডনে যাত্রা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হিথ্রো বিমানবন্দরে তিন ঘণ্টা যাত্রাবিরতির পর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ওঠেন তিনি।
বিডি প্রতিদিন/১৭ জুন, ২০১৭/ফারজানা