বাংলাদেশের হাফেজ ত্বরিকুল ইসলাম দুবাইয়ে ২১তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা নির্বাচিত হয়েছেন। দুবাই থেকে দেশে ফেরার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল সংবর্ধনা আর ভালোবাসায় সিক্ত হলেন তিনি। এসময় বিমানবন্দর এলাকায় তাকে শুভেচ্ছা ও অভ্যর্থনা জানাতে অনেকে ব্যানার, ফ্যাস্টুন ও ফুল নিয়ে উপস্থিত হন। ১৩ বছর বয়সী এ হাফেজের গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দি মালিগাঁওয়ে। তার বাবার নাম আবু বকর সিদ্দিক।
হাফেজ ত্বরিকুল ইসলাম রাজধানীর যাত্রাবাড়ীর হাফেজ ক্বারী নেছার আহমদ আন নাছিরী পরিচালিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার ছাত্র। এ ব্যাপারে হাফেজ ক্বারী নেছার আহমদ আন নাছিরী জানান, বিশ্বসেরা হাফেজ তরিকুল পুরস্কার স্বরূপ প্রায় ৬০ লাখ টাকা পেয়েছে।
উল্লেখ্য, বিশ্বের ১০৪টি রাষ্ট্রের হাফেজরা এ প্রতিযোগিতায় অংশ নেন। রমজানের প্রথম দিন থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয় বৃহস্পতিবার রাতে।
বিডি প্রতিদিন/এ মজুমদার