সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাসের সহধর্মিণী হোসনে আরা রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত পৌনে ৮টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্বামী, ৫ ছেলে ও ২ মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। হোসনে আরা রহমান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
তার পঞ্চম ছেলে শিবলী বিশ্বাস জানান, মরদেহ রাজধানী নাকি বরিশালের শায়েস্তাবাদের গ্রামের বাড়িতে দাফন করা হবে তা পরিবারিকভাবে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।
বিডি প্রতিদিন/১৭ জুন ২০১৭/আরাফাত