পাহাড় ধসে দুর্গতদের মাঝে ত্রাণ দিতে গিয়ে রাঙামাটিতে বিএনপির প্রতিনিধি দলের উপর হামলার ঘটনাকে গণতন্ত্রের প্রতি আঘাত হিসেবে দেখছেন হামলায় আহত দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, এ হামলা গণতন্ত্রের প্রতি আঘাত। মুক্ত চিন্তার উপর আঘাত। জাতীয়তাবাদের উপর আঘাত। আমার কাছে এটি দুঃস্বপ্নের মতো। তিনি প্রশ্ন রেখে বলেন, আমাদের মতো মানুষের উপর যদি এমন হয়, তাহলে সাধারণ মানুষের কি হবে?
হামলার পর চট্টগ্রামের প্রেসক্লাবে গিয়ে সেই ঘটনার বর্ণনা দেন মির্জা ফখরুল ইসলাম। এসময় তিনি এসব কথা বলেন।
এর আগে, রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করতে যাওয়ার পথে সোমবার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা চালানো হয়েছে। হামলায় মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপির অন্তত পাঁচ নেতাকর্মী আহত হন।
বিডি-প্রতিদিন/১৮ জুন, ২০১৭/মাহবুব