বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর হামলাকারীরা যেই হোক তাদের শাস্তি পেতে হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। মঙ্গলবার সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তিনি সাংবাদিকদের একথা জানান।
রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করতে যাওয়ার পথে গত সোমবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা চালানো হয়েছে। হামলায় মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপির অন্তত পাঁচ নেতাকর্মী আহত হন।
ওই ঘটনার প্রসঙ্গে মায়া বলেন, “একটি দলের মহাসচিব দুর্গত মানুষের পাশে দাঁড়াতে যেতে চেয়েছিলেন, কিন্তু তাকে নাকি আক্রমণ করা হয়েছে। এ ধরনের ঘটনা আমরা বিশেষ করে আওয়ামী লীগ আর ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি না, আওয়ামী লীগের এটা কাজও না।”
তিনি জোর দিয়ে বলেন, “যারা এ কাজটি করেছে, স্বরাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যেই বলেছেন, আমিও তার সাথে সুর মিলিয়ে বলতে চাই, দুষ্কৃতকারী যেই হোক তাকে শাস্তি পেতে হবে।”
বিডি-প্রতিদিন/২০ জুন, ২০১৭/মাহবুব