শিশু শ্রম বন্ধে এবং তাদের সম্ভাবনা কাজে লাগানোর লক্ষ্যে শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য অভিভাবক, নিয়োগকারী সংস্থা সুশীল সমাজ, গণমাধ্যম, শ্রম সংস্থা ও মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, ‘প্রচলিত বা অপ্রচলিত এবং কর্মমুখী শিক্ষার মাধ্যমে প্রতিটি শিশুকে একজন আদর্শ জনসম্পদ হিসেবে গড়ে তোলার জন্য সম্মিলিত প্রচেষ্টা আবশ্যক’।
রাষ্ট্রপতি শিশু শ্রম বন্ধে সুষ্ঠু কর্মপরিকল্পনা বা নীতিমালা এবং পাশাপাশি সেগুলোর যথাযথ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
জাতীয় মানবাধিকার কমিশন এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) যৌথভাবে এ আলোচনার সভার আয়োজন করে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘সংকট, দুর্যোগ যাই হোক, শিশু শ্রম বন্ধ হোক’।
বিডি প্রতিদিন/২০ জুন ২০১৭/এনায়েত করিম