জঙ্গি তৎপরতা কমেছে মন্তব্য করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, জঙ্গি অর্থায়ন প্রতিরোধ কোনো ব্যাংক বা প্রতিষ্ঠানের অস্বাভাবিক লেনদেন চোখে পড়লে গোয়েন্দারা তা বাংলাদেশে ব্যাংককে জানাবে। ব্যাংক সে মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে। জঙ্গি অর্থায়ন রোধে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে অস্বাভাবিক লেনদেনের বিরুদ্ধে এখন নজরদারি আরো জোরদার করছে সরকার। আজ সচিবালয়ে জঙ্গি অর্থায়ন প্রতিরোধ বিষয়ক বৈঠকের পর শিল্পমন্ত্রী একথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, মোবাইল ফোনে লেনদেনের ক্ষেত্রে সিম রেজিস্ট্রেশন এর তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় হামলার পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জঙ্গি দমনের যে পদক্ষেপ নিয়েছিল, তাতে জঙ্গি তৎপরতা কমে এসেছে। আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এজন্য প্রশংসার দাবিদার।
বিডি প্রতিদিন/এ মজুমদার