ওমানে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে গোলাম সারোয়ারকে নিয়োগ দিয়েছে সরকার। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
বিসিএস ১০ম ব্যাচের (পররাষ্ট্র বিষয়ক) কর্মকর্তা পেশাদার কূটনীতিক গোলাম সারোয়ার ১৯৯১ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। বর্তমানে তিনি সুইডেনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।
সমৃদ্ধ পেশাদার কূটনীতিক হিসেবে তিনি জেদ্দায় কনস্যুল জেনারেল এবং ওয়াশিংটন ডিসিতে মিনিস্টারের দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও তিনি কাঠমান্ডু, কুয়ালালামপুর এবং ইয়াংগুনে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
গোলাম সারোয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। জার্মানীতে তিনি কূটনীতি বিষয়ে এডভান্স কোর্স এবং ওয়াশিংটন ডিসিতে নিয়ার ইস্ট সাউথ এশিয়া সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ (এনইএসএ) থেকে ওভারসিজ এক্সিকিউটিভ কোর্স সম্পন্ন করেন।
বিডি প্রতিদিন/২১ জুন ২০১৭/এনায়েত করিম