যানবাহনের অতিরিক্ত চাপের কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ধীরগতিতে চলছে যানবাহন। মহাসড়কে মির্জাপুরের ধেরুয়া রেলক্রসিং থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত বিভিন্ন স্থানে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে সমন্বিত উদ্যোগ নেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে শহর বাইপাসের মহাসড়কের আশেকপুর নামক স্থানে এক ব্রিফিংয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার মাহবুব আলম এসব কথা জানান।
তিনি আরও জানান, প্রায় ৬৫ কিলোমিটার সড়ককে ৬টি ভাগে বিভক্ত করে আট শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও ৪৫টি মোবাইল টিম দায়িত্ব পালন করছে। একই সাথে দুর্ঘটনা কবলিত যানবাহন দ্রুত অপসারণের জন্যে তিনটি রেকার নিয়োজিত রয়েছে।
এ মহাসড়কে উত্তরবঙ্গ ও বৃহত্তর ময়মনসিংহের অন্তত ২৪ জেলার যানবাহন চলাচল করছে। এদিকে ফোর লেন প্রকল্পের কাজও বুধবার থেকে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে জেলা সড়ক বিভাগ।
তবে আজ বৃহস্পতিবার গার্মেন্টস ছুটি হওয়ার কারণে বিকেলের পর থেকে মহাসড়কে যানবাহনের সংখ্যা আরও বেড়ে গিয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
বিডি প্রতিদিন/২২ জুন ২০১৭/এনায়েত করিম