ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত ১০৫ কিলোমিটার যানজট মুক্ত রয়েছে। ঈদে ঘরমুখো যাত্রীদের চাপে যানবাহনের সংখ্যা বাড়লেও এই এলাকায় কোথাও যানজট নেই। এই সড়কে পণ্যবাহী ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
হাইওয়ে দাউদকান্দির থানার ওসি আবুল কালাম আজাদ জানান, স্বাভাবিক সময়ের মতোই আজ (বৃহস্পতিবার) মহাসড়কে যানবাহন চলাচল করছে। এতে যাত্রীদের মাঝে স্বস্তি দেখা যাচ্ছে। মহাসড়কের যাত্রীবাহী বাসের সংখ্যা আগের থেকে অনেক বেশি হলেও ভারি যানবাহন না থাকায় চলাচলে কোন বিঘ্ন হচ্ছে না।
এদিকে মুন্সীগঞ্জের গজারিয়া ও মেঘনা সেতুর টোলপ্লাজাও আজ যানজটমুক্ত।
বিডি-প্রতিদিন/৩১ আগস্ট, ২০১৭/মাহবুব