রোহিঙ্গাদের ভোটার হতে সহযোগিতাকারীদের বিরুদ্ধে মামলা করতে মাঠ কর্মকর্তাদের কঠোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।রোহিঙ্গারা চলমান ভোটার তালিকা হালনাগাদে ঢুকে পড়ছে কি না- সে বিষয়ে সতর্ক থাকতে সংশ্লিষ্ট উপজেলাগুলোর কর্মকর্তাদের নিয়ে বৈঠকও করা হয়েছে।খবর বিডি নিউজের।
জানা গেছে, এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের প্রয়োজনীয় নির্দেশনা দিতে নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে স্থানীয় সরকার বিভাগকে চিঠি দেওয়া হবে।
গত আগস্টের পর থেকে মিয়ানমারের রাখাইনে সেনা অভিযানের মুখে পড়ে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের হিসাবে, গত ১১ দিনে বাংলাদেশে অনুপ্রবেশ করা রোহিঙ্গার সংখ্যা ৯০ হাজার ছাড়িয়ে গেছে। এছাড়াও বিভিন্ন সময়ে রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।
বিডি প্রতিদিন/৪ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা