কিছু রোহিঙ্গার শরীরে এইডস পাওয়া গেছে মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বাংলাদেশে এইডস সংক্রমণের হার ০.০১ শতাংশের নিচে।১৯৮৯ সাল থেকে ২০১৭ পর্যন্ত ৫ হাজার ৫৮৬ জন আক্রান্তকে শনাক্ত করা গেছে। ৬৩৯ জন পুরুষ, ২১৩ নারী, ১৩ জন হিজরা এবং ৬৩ জন রোহিঙ্গা নতুন করে এইডসে আক্রান্ত হয়েছেন। বিশ্ব এইডস দিবস-২০১৭ উপলক্ষে আজ সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, কিছু রোহিঙ্গার শরীরে এইডস পাওয়া গেছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। দক্ষিণ এশিয়ার মধ্যে এইডসের ঝুঁকি বাংলাদেশে সবচেয়ে কম। দেশে সম্ভাব্য এইডস আক্রান্ত ১১ হাজার ৭০০ জন। ২০৩০ সালের মধ্যে এ রোগটি বাংলাদেশে থেকে নির্মূল করা হবে। তিনি জানান, বিশেষ কারণে এবার ০১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালন করা যায়নি। আগামী বুধবার ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচিতে দিবসটি পালিত হবে। এবারের শ্লোগান- ‘স্বাস্থ্য আমার অধিকার’।
বিডি প্রতিদিন/এ মজুমদার