দুর্নীতি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ সকালে রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত ঢাকার পঞ্চম বিশেষ আদালতে যাবেন তিনি।
আদালতে হাজিরা দিতে সকাল ১০টার দিকে গুলশানের বাসা থেকে রওনা দেবেন খালেদা জিয়া।
উল্লেখ্য, ২০১০ সালের ০৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়।
এছাড়া জিয়া অরফানেজ ট্রাস্টে দুর্নীতির অভিযোগে ২০০৮ সালের ০৩ জুলাই দুদক রমনা থানায় মামলা করে। এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় এই মামলায়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন