পূর্বনির্ধারিত নির্বাহী পরিষদের সভায় যোগ দিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সভাস্থলে আসতে শুরু করেছেন বিএনপির জাতীয় নির্বাহী পরিষদের সদস্যরা।
শনিবার সকাল সাড়ে ৮টা থেকে রাজধানীর খিলক্ষেতের হোটেল লা মেরিডিয়ানে তাদেরকে আসতে দেখা যায়। সেখানে আগত প্রতিনিধিদের অভ্যর্থনা জানাচ্ছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপি সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার মধ্যে সভাস্থলে হাজির হয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া স্বাগত বক্তব্য দেবেন।
এর আগে, সভায় অংশগ্রহণের জন্য গতকাল শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পরিচয়পত্র বিতরণ করে কেন্দ্রীয় কমিটি। এদিন যারা পরিচয়পত্র সংগ্রহ করতে পারেননি তাদেরকে শনিবার সকালে সভাস্থলে প্রবেশের আগে পরিচয়পত্র সংগ্রহ করতে দেখা গেছে।
বিডি-প্রতিদিন/০৩ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব