প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে স্মরণ করে নেতাদের সামনে কাঁদলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
শনিবার রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভায় স্বাগত বক্তব্যের এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
এ সময় খালেদা জিয়া বলেন, ‘আমার এক ছেলে (আরাফাত রহমান কোকো) মারা গেছে। আরেক ছেলে (তারেক রহমান) অসুস্থ। শত ইচ্ছা করলেও তাদের আমি কাছে রাখতে পারছি না। মা হয়ে এর চেয়ে কষ্টের আর কি আছে?’
এরপর আবার নিজেকে সামলে নেন বিএনপি চেয়ারপার্সন। এবার কথা বলেন দলীয় নেতাকর্মীদর নিয়ে। বলেন, ‘সন্তানদের মতই আমার দলের নেতাকর্মীরা দীর্ঘদিন এই সরকারের জুলুম-নির্যাতনের শিকার। সারাদেশের মানুষেরই ওপর দুঃশাসন, অত্যাচার, খুন, গুম, জেল-জুলুম জেঁকে বসেছে।’
এর আগে, শনিবার বেলা ১১টার সময় হোটেল লা মেরিডিয়ানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভায় হাজির হন খালেদা জিয়া। এরপর কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।
বিডি-প্রতিদিন/০৩ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব